আসামির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামির রিমান্ড মঞ্জুর

যশোরে আসামির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর শেখ মোনায়েম হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামিদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত আজ শুনানী শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজই তাদের জিজ্ঞাসাবাদের জন্যে নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:
‘গুড গর্ভানেন্স এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন নেপাল’ শীর্ষক সেমিনার অনুষ্টিত
ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী আহত

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের এক গৃহবধু স্থানীয় গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও তার সোর্সের বিরুদ্ধ তাকে ধর্ষণের অভিযোগ করেন। পরে এ ঘটনায় অভিযুক্ত এসআই খাইরুলের নাম বাদ দিয়ে শার্শা থানায় মামলা হয়। পুলিশ এ মামলায় তিনজনকে আটক করে।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ১৬:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএম/কেএ