ছাত্রলীগের খারাপ কাজ পার্টির কাছে নিন্দনীয়, ওবায়দুল কাদের

ছাত্রলীগের বর্তমান কমিটির যেসব ভালো কাজ সেগুলো অবশ্যই প্রশংসনীয় আর যেসব খারাপ কাজ জনগণ যেগুলো পছন্দ করেনা মানুষের কাছে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো অবশ্যই আমাদের পার্টির কাছেও নিন্দনীয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরও পড়ুন :
কোটচাঁদপুর ঋষি পল্লিতে র‌্যাবের অভিযান, ২কেজি গাঁজাসহ আটক ১
লালপুরে ট্রেনের ২হাজার ৬৫০ লিটার চোরাই তেলসহ আটক-৪

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, গতকাল গণভবনে রংপুর ৩ আসনের উপনির্বাচনে প্রার্থী নির্ধারণ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সাংগঠনিক আরও অনেক আলোচনাও হয়েছে। আলোচনার মধ্যে ছাত্রলীগ এর বিষয়টিও ছিল। তবে সেখানে কী আলোচনা হয়েছে সেটি আমি বলবো না। তবে প্রধানমন্ত্রী ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ। কমিটি ভাঙার বিষয়েও কোন সিদ্ধান্তের কথা আমার জানা নেই।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ১৪:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম