রাজারহাট উপজেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা

রাজারহাটের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের রক্তের গ্রূপ নির্ণয় ও স্কাউট উপজেলা এবং বই পড়া আন্দোলনের ঘোষনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

আজ শনিবার বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তিতা করেন।

আরও পড়ুন :
যুবককে কুপিয়ে হত্যা
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি রাজারহাট উপজেলাকে শতভাগ রক্তের গ্রূপ নির্ণয়ন সম্পূর্ণ উপজেলা,শতভাগ স্কাউট উপজেলা এবং বই পড়ায় উদ্বুদ্ধ করতে বাতিঘর প্রোগ্রাম ঘোষনা দেন। এছাড়া তিনি রাজারহাটে একটি মিনি ষ্টেডিয়াম ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন।

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবলু, রংপুর বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব,কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান প্রমূখ।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ১১:০০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম