লিভার সুস্থ রাখে আখের রস

আখ খাওয়ার স্মৃতি কম বেশি সবারই আছে। তবে ইদানিং ফুটপাতের খাবার অস্বাস্থ্যকর হবে এমনটাই ভেবে অনেকে খেতে চান না। তবে নিশ্চিন্তে খেতে পারেন ফুটপাতের আখের রস, শুধুমাত্র বরফ মেশানোটা খাবেন না, কারণ বরফের পানিটিই মূলত অস্বাস্থ্যকর। চলুন জেনে নেয়া যাক আখের রসের যতো উপকারিতা।

ক্লান্তি দূর করে: আখের অন্দরে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, পটাশিয়াম এবং অন্যান্য উপকারি উপাদান শরীরে প্রবেশ করার পর আপনি হয়ে উঠবেন চাঙ্গা।

আরও পড়ুন:
বিয়ের আগে এই বিষয়গুলো অবশ্যই দেখে নিন!
ত্বকের যত্নে গাজরের ফেসপ্যাক

লিভার সুস্থ রাখতে: মনে আছে জন্ডিস হলে আখের রস খেতে বলতো চিকিৎসকরা। সহজপাচ্য এই পানীয় আপনার যকৃতকে সহজে হজম করতে সহায়তা করে। পাশাপাশি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে আখের রস।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে: গ্লাইসেমিক ইনডেক্সে একেবারে নিচের দিকে রয়েছে আখের নাম। আখ থেকে উৎপাদিত চিনি ক্ষতিকর হলেও আখ আপনার শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে শুধু ডায়বেটিস না থেকে পাশাপাশি অন্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে আখ খেতে পারেন।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ০৬:৫৩:৪১(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/সটিভি/ইআ