যশোরে ডেঙ্গুতে ৪৯ জন নতুন আক্রান্তসহ চিকিৎসাধীন ২১৭ জন

যশোরে ৪৯ জন নারী পুরুষ ও শিশু নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । গত ২৪ ঘন্টায় এসব রুগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫২ জন। আর চিকিৎসাধীন রযেছে ২শত ১৭ জন। এরমধ্যে যশোর জেনালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শত ৫জন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৮১জন। আর ক্লিনিকে ৩১জন।

আরও পড়ুন:
পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু
যশোরে আগস্ট মাসেই ৫৮টি ভ্রাম্যমাণ আদালতের ৭৪টি মামলা

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৭শ’ ৩০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫শত ৫জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে মারা গেছে ৫জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, সবমিলিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগির চাপ কিছুটা কমেছে। আক্রান্তদের সুস্থ হতে নানা পরামর্শ দেয়া হচ্ছে।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ২১:৫৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম