গণধর্ষণের মামলায় ভিকটিমের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আলামত সংগ্রহ

যশোরের শার্শায় লক্ষণপুরে গৃহবধূ গণধর্ষণের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) নিকট হস্তান্তরের পর কার্যক্রম শুরু করেছেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে পিবিআইর একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটিমের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে।

পিবিআই যশোরের পরিদর্শক মোনায়েম খান জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করছেন। তারা আশা করছেন তদন্ত শেষে খুব দ্রুত তারা এ ব্যাপারে রিপোর্ট প্রদান করতে পারবেন।

আরও পড়ুন:
তিনদিন ব্যাপি টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন
বাসের ধাক্কায় অটো চালক নিহত

শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের এক নারী মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অভিযোগ করেন সোমবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই খায়রুল আলম ও তার সোর্স কামারুল তাকে ধর্ষণ করে।

এসময় লতিফ ও কাদের নামে দুইজন তার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার রাতেই এ ঘটনায় মামলা ও অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ। তবে মামলায় প্রধান অভিযুক্ত এসআই খায়রুল আলমকে আসামি না করে বাকি তিনজনকে করা হয়।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১৯:৫৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/কেএ