তিনদিন ব্যাপি টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন

পাবনায় তিনদিন ব্যাপি টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্ধোধন হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পাবনা সার্কিট হাউস ভিআইপি সেমিনার হল রুমে টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহামুদ।

এসময় জেলা প্রশাসক পাবনা জেলার সকল টেলিভিশন সাংবাদিকদের তার বক্তব্যে কালে বলেন তথ্য উপাত্থের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সঠিক খবর পরিবেশ ভূমিকা লাভ কররে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে।

তিনি আরো বলেন নতুন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকাও রাখবে বলে মনে করেন।

আরও পড়ুন:
ঘাঘট নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছাত্রলীগের উদ্যোগে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট অভিযান

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পাবনা সংবাদ পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ পাবনা জেলার সকল টেলিভিশনের প্রতিনিধি ও টেলিভিশন ক্যামেরা সহকারী বৃন্দ।

তিনদিন ব্যাপি কর্মশালায় প্রথম দিন টেলিভিশন সাংবাদিকতার বিভিন্ন ধরনের উপস্থাপনা শৈলী ও রিপোর্টারের বাচনভঙ্গি স্ক্রিপ্ট রাইটিংসহ নানা প্রকার প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন পিআইবির কর্মরত সাইফুল মন্ডলসহ পিআইবির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ২০:৩৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ