বাসের ধাক্কায় অটো চালক নিহত

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বান্দ্রা এলাকায় সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিকশা উল্টে দূর্ঘটনায় চালক নিহত হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল আটটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অটো চালক শহিদ সিকদার (৩৫) এর বাড়ী আমতলী পৌরসভার খাদ্য গুদাম এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা এলাকার রাস্তার মোড় দ্রুতগতিতে ঘুরতে গিয়ে রাস্তার পাশে থামানো অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে অটোটি উল্টে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন:
বিএনপি নেতা সাজ্জাদ হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
লোভী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

এ সময় অটোতে থাকা চালক শহিদ সিকদার গুরুতর আহত হওয়ায় তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। দূর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১৯:১৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ