রেলক্রসিংয়ে সিগনালিং ব্যাবস্থার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামে অনুমোদিত রেলক্রসিংয়ে সিগনালিং ব্যবস্থাসহ গেটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ৩টি স্কুলের কয়েক শত শিক্ষার্থীরা।

স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে স্থানীয়রাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ।

আরও পড়ুন:
ঘাঘট নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিথ্যা সংবাদ প্রকাশ করে শ্রমিকদের পেটে লাথি দিবেন না: এমপি রতন

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডঃ আব্দুল আজিজ সরকার, এসএম নজরুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এলাকার নারী পুরুষসহ শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১৯:২৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/কেএ