ইক্ষু গবেষণা কেন্দ্রে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভগবানপুর এলাকায় নির্মাণাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের কেয়ারটেকার কুতুব উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।
ওই কেয়ারটেকার মাগুড়া জেলার পারনন্দাইল উপজেলার সারংবদিয়া গ্রামের মৃত আহমেদ চৌধুরীর ছেলে বলে জানাগেছে। পুলিশ জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বাংলাদেশ সুগার মিল গ্রুপ অব ইন্ড্রাস্টির নির্মাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের শ্রমিকরা সকালে কাজ করতে এসে কেয়ারটেকার কুতুব উদ্দিনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কুতুব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার  ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, কুতুব উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১৬:৫৮:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসকে/কেএ