শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

‘বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার শিক্ষিত বেকারদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দাসিয়াছড়ার কালিরহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে দুই শতাধিক শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন:
অর্ধকোটি মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার
কক্সবাজারে উদ্ধারকৃত যন্ত্রপাতি কৃষি উপকরণ নয়

মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন সরকার এবং সহসভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার-যুবক কর্মহীন হয়ে জীবন যাপন করছেন। এসব শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য দাবি জানান বক্তারা।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১৬:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/কেএ