চাঁদে অবতরণের আগ মুহূর্তে চন্দ্রযান টু-এর যোগাযোগ বিচ্ছিন্ন

চাঁদে অবতরণের আগ মুহূর্তে চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ হারিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। চন্দ্রপৃষ্ঠের মাত্র দুই কিলোমিটার দূরে থাকা অবস্থায় সংকেত পাঠানো বন্ধ করে দেয় মহাকাশযানটি।

বিক্রমের সাথে যোগাযোগ হারানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানায় ইসরো। বিজ্ঞানীদের হতাশ না হতে বলেন তিনি। এরপরই ইসরো ছেড়ে বেরিয়ে যান মোদি। তবে এখনও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।

আরও পড়ুন :
সারাদেশের রেলপথের অধিকাংশের সংস্কারের অভাব
রোহিঙ্গা সামলাতে বিপুল ব্যয়, সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব

শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩৮ মিনিটে অবতরণ প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। রাত ১টা ৪০ মিনিট থেকে ১ টা ৫৫ মিনিটের মধ্যে চাঁদে অবতরণ করার কথা ছিলো বিক্রমের।

বিশ্বের ২৯ তম মহাকাশযান হিসেবে চাঁদে পাড়ি দিয়েছিলো চন্দ্রযান টু। গেলো ২৩ জুলাই জিএসএলভি রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমায় এটি।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১২:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/চ্যা২৪/এএএম