চোরের উপদ্রুপে অতিষ্ঠ মানুষ

যশোরের চৌগাছায় চোরের উপদ্রুপে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় প্রায় প্রতি রাতেই ঘটছে চুরির ঘটনা। চোরেরা আবাসিক এলাকার বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোন সেট, মোটরসাইকেল, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, চৌগাছা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় গত দুই সপ্তাহের ব্যবধানে অন্তত ১০টি বাড়ি ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি কলেজে দুঃসাহসিক চুরি হয়েছে। চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মহল্লার সহকারী অধ্যাপক তিতুমীর রহমানের বাসা, সাবেক সহকারী অধ্যাপক মৃত আশরাফ হোসেনের বাসা, প্রবাসী মশিয়ার রহমানের বাসা, অমল কুমার সাহা, পৌর এলাকার বাকপাড়া মহল্লার সেতু সমাজ কল্যণ সংস্থার পরিচালক সিদ্দিকুর রহমানের বাসা, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সালামের বাসা, ব্যবসায়ী হাবিবুর রহমান, ইফতেখার আলম টিটো, সাবেক শিক্ষক মৃত আনছার আলীর বাসা, সহকারী অধ্যাপক এনামুল কাদির টুল্লু, মিজানুর রহমানের বাসাতে চুরি হয়।

চোরেরা প্রতিটি বাড়িতে রাতে প্রবেশ করে জানালার গ্রিল কিংবা দরজা ভেঙে ঘরে ঢুকে মোবাইল ফোন সেট, স্বর্ণালঙ্কার, পোশাক এমনকি মোটরসাইকেল নিয়ে যায়।

আরও পড়ুন :
শিক্ষকরা সবার উর্ধে
৪২ কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস !

সম্প্রতি চৌগাছা বাজারের প্রাণ কেন্দ্রে স্কয়ার ইলেকট্রনিক্সে দুঃসাহসিক চুরি হয়। বাজারে নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকা সত্ত্বেও এমন চুরিতে সকল ব্যবসায়ীকে ভাবিয়ে তুলেছে।

মৃধাপাড়া মহিলা কলেজের ৮টি আলমারি ভেঙে টাকা নিয়ে যায় বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন গ্রামেও চুরির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী এনামুল কাদির টুল্লু বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে। চোরেরা নানা কৌশল অবলম্বন করে বাসা বাড়ির মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। চোরের উপদ্রপে মানুষ আতঙ্কে আছেন বলে তিনি জানান।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব বলেন, কিছু কিছু এলাকায় চুরির ঘটনা ঘটছে বলে আমি মৌখিক অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে ইতোমধ্যে বাজারে দায়িত্ব পালনকারী পুলিশের মোবাইল টিম আরও সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। আমি আশা করি দ্রুতই ওই চক্রকে আটক করা যাবে।

সেপ্টেম্বর ৭, ২০১৯ at ১০:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মই/এএএম