ফুটবল খেলা নিয়ে সংর্ঘষে আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংর্ষষে ১৫জন আহত হয়েছে। আহতরা হলেন, রাদেন মিয়া(১৮), আবুল বাসার(২৬), রহমত আলী(৩২), আনিস মিয়া প্রমূখ। তাদের মধ্যে আবুল বাসারকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। দুপক্ষের অন্যানদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এঘটনার পর রাদেন মিয়ার পক্ষে গফুর মিয়া বাদি হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া খেলার মাঠে সোমবার (০২ সেপ্টেম্বর) বিকালে দক্ষিন বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের শাহপরান মিয়ার ছেলে রাদেন মিয়ার সাথে একেই গ্রামের শাসছু মিয়ার ছেলে মিয়া হোসেনের সাথে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন:
পৌর স্বেচ্ছাসেবকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

এরই জের ধরে শাসছু মিয়া, আক্তার মিয়া, জাকির হোসেন, ধন মিয়া, রাজ্জাক মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে বড়ছড়া আব্দুর রশিদ মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লটুপাট চালায়। তাদের বাধা দিলে রাদেন মিয়া(১৮), আবুল বাসার(২৬), রহমত আলী(৩২), আনিস মিয়ার উপর এলোপাতারী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত শুরু করলে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে মামলার বাদি গফুর মিয়া জানান, বাড়ি ঘরে হামলা চালিয়ের ভাংচুর ও লুটপাটের ঘটনার পরপর ট্যাকেঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা এসে সরজমিনে দেখে গেছেন। আমি ন্যায় বিচার চাই। প্রশাসনের সহযোগীতা চাই।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত্য কর্মর্কতা আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তর্দন্ত চলছে। মামলাটি প্রক্রিয়াধিন।

সেপ্টেম্বর ৬, ২০১৯ at ২১:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ