সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে মরিয়ম খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মত্যু হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মরিয়ম কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদাহ খাঁ পাড়ার ইয়াদুল ইসলামের ভাড়াটিয়া আরজু ইসলামের মেয়ে। প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে বাবা-মায়ের সাথে খাটের উপর শিশু ময়িম ঘুমাচ্ছিল। মধ্যরাতে বিষধর সাপ শিশুটির মাথায় ও হাতে দংশন করে। রাতে স্থানীয় ভাবে ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হয়।

আরও পড়ুন:
পুত্রবধূকে নিয়ে উধাও শশুর
খরার কবলে আমন খেত, হতাশ কৃষকরা

পরে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭ টার দিকে শিশু মরিয়মের মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশের উপ-পরিদর্শক এস.আই কাঞ্চন মিয়াকে পাঠিয়েছি।

সেপ্টেম্বর ৬, ২০১৯ at ১৫:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএম/কেএ