রহস্যজনক নার্স হত্যা’র প্রতিবাদে মানববন্ধন

পাবনায় সানরাইজ ক্লিনিকে কর্তব্যরত নার্স সুমী হত্যার প্রতিবাদে ও সুষ্ট তদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মূল ফটকের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে নাসিং ইনষ্টিটিউটের ছাত্রীরা।

সুষ্ট তদন্তের মাধ্যামে সুমী হত্যার মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান, এবং সারা দেশে নার্স হত্যার তীব্র নিন্দা জানায় সকল ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রীরা।

সুমী হত্যার প্রতিবাদে মাবনবন্ধনে অংশনেন পাবনা সরকারি নার্সিং ইনষ্টিটিউট, পাবনা আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, স্মার্ট নাসিং, ও ব্রাইটনেশন নার্সিং ইনষ্টিটিউট, মিতু নার্সিং ইনষ্টিটিউট, কমিউনিটি নার্সিং ইনষ্টিটিউট, স্মার্ট নার্সিং ইনষ্টিটিউট’র সকল শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন:
ভাঙাচুরা আর খানাখন্দে ভরা রাস্তাটি হলো ঝকঝকে
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল সিআইডির

উল্লেখ্য, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার সানরাইজ ক্লিনিক এন্ড হসপিটালে সুমী খাতুন(২২) নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত সুমি খাতুন আটঘরিয়া উপজেলা ও আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের সৈকত আলীর মেয়ে তিনি দীর্গদিন সানরাইজ ক্লিনিক এন্ড হসপিটালের সেবিকা কর্মরত ছিলেন ।

বুধবার সকালে ক্লিনিকের একটি কক্ষে কর্মচারীরা তার মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সেপ্টেম্বর ৫, ২০১৯ at ২১:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম