রাজশাহীর আদালতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে। বুধবার (০৪ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদারের তদারকিতে আদালত কক্ষে ছবি টাঙ্গানো হয়।

উলেখ্য, বুধবার (২৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উচ্চ আদালতসহ সকল আদালতে টাঙানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি লাগানো হয়।

আরও পড়ুন:
ছাত্রলীগ নেতাকে মাদক কারবারী বানানোর অভিযোগ
প্রাথমিক শিক্ষা অফিসার অবসরজনিত বিদায় সংবর্ধনা

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। ওই আবেদনের শুনানি শেষে আদালত দুই মাসের মধ্যে দেশের সকল আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

সেপ্টেম্বর ৫, ২০১৯ at ২০:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ