কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনার আওতায় ২৫০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কৃষি অফিস চত্ত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা।

আরও পড়ুন:
স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে জনগণের দোরগোড়ায়
ছাত্রলীগ নেতাকে মাদক কারবারী বানানোর অভিযোগ

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইয়াকুব আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ উপকারভোগী কৃষকবৃন্দ। পরে এসব কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়

সেপ্টেম্বর ৫, ২০১৯ at ১৯:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/কেএ