মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশুদের দলগত পরিবেশনায় অভিনয়, নৃত্য, দেশাত্ববোধক জারী গান, জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক ও দেয়ালিকা প্রতিযোগিতায় উপজেলার ২৬ টি স্কুল অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মকছেদুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকার, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মহব্বত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা জনস্বার্থ কর্মকর্তা তরিকুল ইসলাম।

আরও পড়ুন:
বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত
হাসপাতালের অফিস সহকারিই হাসপাতালের প্রধান !

এছাড়াও অনুষ্ঠানে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রসঙ্গত: ১ম স্থান অধিকারী বিজয়ীরা আগামী ৮ সেপ্টেম্বর জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।

সেপ্টেম্বর ৫, ২০১৯ at ১৫:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/কেএ