লালপুরে ৪০ কেজি গাঁজার গাছসহ আটক-২

নাটোরের লালপুরের চরজাজিরায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজার গাছ সহ দুইজন কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল খামারুর ছেলে আব্দুল কদের খামারু (৩৫) ও রাজাশাহী জেলার পুঠিয়া উপজেলার পলাশবাড়ি এলাকার মৃত সাত্তার মন্ডলের ছেলে শের মোহাম্মাদ অরফে হামান মন্ডল (৪০)।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় উপজেলার বিলমাড়ীয়া এলাকার চরজাজিরায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজার গাছ সহ তাদের কে আটক করা হয়।

আরও পড়ুন :
ন্যাটোর সমর্থন যুক্তরাষ্ট্রের আফগান শান্তি পরিকল্পনায়
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

র‌্যাব-৫নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার চরজাজিরায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাাঁজার গাছ সহ আব্দুল কদের খামারু (৩৫) ও শের মোহাম্মাদ অরফে হামান মন্ডল (৪০) নামের দুইজন কে হাতেনাতে আটককরা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতাপাতা ও ফুল বিক্রয় করে আসছিলো বলে স্বিকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সেপ্টেম্বর ৫, ২০১৯ at ১০:৫৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরটু/এএএম