চট্টগ্রাম টেস্ট সম্প্রচার করবে যে চ্যানেল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

আরও পড়ুন :
বাণিজ্য নিয়ে পুতিন ও মোদির বৈঠক
স্ত্রীকে সুখী করার কৌশল

একমাত্র এই টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজি টিভি। এছাড়াও র‍্যাবিট হোল বিডি অ্যাপের মাধ্যমে সরাসরি খেলার দেখার সুবিধা থাকছে দর্শকদের। বিদেশে অবস্থান করা ক্রিকেট প্রেমীদের জন্যও অবশ্য থাকছে সরাসরি খেলা উপভোগ করার সুযোগ।

যুক্তরাজ্যের অধিবাসীরা খেলাটি সরাসরি দেখতে পারবেন স্কাই স্পোর্টস ক্রিকেটে। অপরদিকে আফগানিস্তানের অধিবাসীরা ম্যাচটি দেখতে পারবেন ওয়ান টিভি চ্যানেলে।

এছাড়াও দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভি এবং মালয়শিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডিতে সরাসরি সম্প্রচার করা হবে এই টেস্ট।

টিভির পাশাপাশি ইন্টারনেটেও সরাসরি খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তাঁদের এই সুবিধা প্রদান করবে র‍্যাবিটহোল প্রাইম এবং র‍্যাবিটহোল ইউটিউব চ্যানেল।

সেপ্টেম্বর৫, ২০১৯ at ০৭:২১:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ