হত্যা ও ছিনতাইয়ে জড়িত সন্দেহে ১০ কিশোর আটক

ময়মনসিংহে হত্যা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে ১০ কিশোরকে আটক করেছে র‍্যাব ১৪-এর অধীন ‌ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি। আজ বুধবার বিকেলে কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার মধ্য দাপুনিয়া এলাকায় ইজিবাইক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র‍্যাব সদস্যরা। বাকিদের আজ বুধবার দুপুরে আটক করা হয়।

আরও পড়ুন:
শিক্ষকদের দ্বন্দ্বের কারণে পাঠ্যদানে বিঘ্ন: শিক্ষকদের ক্ষোভ প্রকাশ
শিক্ষার্থীদের সার্বিকভাবে গড়ে তোলার লক্ষে আয়োজিত ভ্রাম্যমাণ বইমেলা

আটককৃতদের মধ্যে তিনজন গত সোমবার মধ্য দাপুনিয়া এলাকায় অটোচালক মোশাররফকে হত্যা করে অটো ছিনতাই করে। তারা আটকের পর অটো ছিনতাই ও মোশাররফকে হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি করেছেন র‍্যাব কর্মকর্তা।

আটক কিশোররা ময়মনসিংহ শহরে মাদক ব্যবসা, খুন, ছিনতাই, রাহাজানি, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলেও জানান মোহাইমেনুর রশিদ।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ২৩:২০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম