অবৈধ ফুটপাথ দখলে পথচারীদের ভোগান্তি

জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে তিন রাস্তার মোড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চত্তর হিসাবে পরিচিত মোড়টি দিন দিন অবৈধ দখলে চলে যাচ্ছে।

এই মোড়ের দোকান গুলি সরিয়ে গর্ত ভরাট করে চারিদিকে প্রাচীর দেওয়া হয়। তা সত্তেও রাতের আঁধারে কয়েকজন ব্যাক্তি প্রথমে ভ্রাম্যমান দোকান চালাতে শুরু করলেও এখন স্থায়ী দোকান বসিয়ে রেখেছে।

প্রাচীরের কোল ঘেঁষে ফলের দোকান, বটগাছের নিচে চায়ের দোকান ও পাশে একটি ভ্রাম্যমান ভাজার দোকান বসে।

আরও পড়ুন:
অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা সম্পর্কিত ওরিয়েন্টেশন
আমরা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে বঙ্গমাতা নিজের গহণা বিক্রি করে প্রতিষ্ঠা করেছিলেন

দোকানগুলি বসার কারনে এই রোডে চলাচল রত করিমন, নসিমন, আলমসাধু, অটোভ্যান, ইজিবাইক প্রধানসড়কের উপর দাড়িয়ে থাকে। অনেক সময় এ কারনে দূর্ঘটনার স্বীকার হয় পথচারী সহ মোটরসাইকেল আরোহীরা।

দোকানদারদের অবৈধ দখলের কারনে যেমন পথচারীরা সাইড নেবার জায়গা পাচ্ছেনা তেমনি রাতারাতি দখল হওয়ায় দিন দিন আরো দখল হয়ে যেতে পারে বলে আশংকা করছে সচেতন মহল। এদের এখনই এখান থেকে উঠিয়ে না দিলে আস্তে আস্তে এ রাস্তাটির পুরো ফুটপাথ বেদখল হতে পারে বলে মনে করেন স্থানীয় লোকজন।

অবৈধ দখলদারদের হাত থেকে এ মোড়টির ফুটপাথকে উদ্ধার করতে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দামুড়হুদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ২২:৪০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম