বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস

পাবনায় ৬ শত ৫৪ টি মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গনে ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৯শ ৬৭ পিস ইয়াবা, ৮২ কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল ও প্রায় তিনহাজার লিটার দেশী ও বিদেশী মদসহ যৌন উত্তেজক ঔষধ ধ্বংস করা হয়।

আরও পড়ুন:
যবিপ্রবি ক্যাম্পসে বনিফেস`র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি
৩ টি ইউনিয়ন পরিষদের তপসিল ঘোষণায় উৎসবের আমেজ

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খাঁ ও পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এসব মাদকদ্রব্য বিভিন্ন সময়ে পুলিশ উদ্ধার করে। মামলা নিস্পত্তি হওয়ায় মাদক দ্রব্যের ধ্বংস করা হয়।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ২১:৫৫:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ