হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২ তম আবির্ভাব তিথি মহোৎসব শুরু

আগামী ৬ সেপ্টেম্বর থেকে পাবনার হিমাইতপুরে শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পূণ্য স্নান মহোৎসব। তিনদিনব্যাপী এই মহোৎসব শেষ হবে আগামী ৮ সেপ্টেম্বর।

আজ দুপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আশ্রম কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উৎসব শান্তিপুর্নভাবে সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা। সৎসঙ্গ আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, সহ-সভাপতি যুগোল কিশোর ঘোষ, উপদেষ্টা পরিষদের সদস্য গোপীনাথ কুন্ডু, উৎসব উদযাপন কমিটির আহবায়ক ড. নরেশ মধু।

আরও পড়ুন:
ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন
তিন শিক্ষককে পথে বসালেন সেই আলোচিত অধ্যক্ষ রিপন

এদিকে, উৎসব আয়োজনকে ঘিরে প্রস্তুতি এগিয়ে চলছে জোরেসোরে। প্যান্ডেল সাজানো সহ আশ্রমকে সাজিয়ে তুলতে কাজ করছেন শ্রমিকরা। উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা অংশ নেবেন।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ১৯:৪৭:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ