ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদন্নোতির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা মানববন্ধন করেছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, ইলেক্ট্রিক্যালএন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম।

আরও পড়ুন :
২৫০ ফুট সড়কের জন্য ২৫ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এসময় বক্তাগণ বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্বায়ত্তশাসন অনুযায়ী চলবে। ইউজিসির অভিন্ন নীতিমালা সেই স্বায়ত্তশাসনের পরিপন্থী। এটি বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি বাধা। আমরা সর্বসম্মত ভাবে নীতিমালাটি প্রত্যাখান করছি। শিক্ষকরা আগামীকাল উক্ত দাবিতে ঢাকায় কেন্দ্রীয় মানববন্ধনে সর্মথনের ঘোষণা দেন।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ১৯:৪৫:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/আজা