৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাগেশ্বরী থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৬ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের একটি বিশেষ টিম ১নং ছিলাখানা সন্তোষপুর ইউনিয়নের ধনীপাগলা গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মোফাজ্জল হোসেন (৩০) কে ১৮ পিস ইয়াবা সহ আটক করেন।

অপরদিকে পশ্চিম রামখানা ইউনিয়নের ক্লিনিক মোড় হইতে ঐ এলাকার মতিয়ার রহমানের পুত্র মজিদুল ইসলাম (২১) কে ৭৮ পিস ইয়াবাসহ আটক করেন।

আরও পড়ুন :
কমেছে ইলিশের দাম
উপায় থাকলে পদত্যাগ করতাম হংকংয়ের প্রধান নির্বাহী

এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর দুইজন মাদকব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ২৯/০৮/১৯ ইং নাগেশ্বরী রামখানা ইউনিয়নে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী গ্রামের লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করেন এবং মাদকসংশ্লিষ্ট সকলকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ও মাদক চোরাচালান, মাদক বহন, মাদক বিক্রি অবৈধ পেশা থেকে জড়িতদের বেড়িয়ে আসতে বলেন। পাশাপাশি হুশিয়ার করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করতে তিনি কুড়িগ্রামে কোন মাদকব্যবসায়ীকে শান্তিতে ঘুমাতে দিবেন না।

তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সেপ্টেম্বর ৪, ২০১৯ at ১০:০৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম