কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ

আন্তর্জাতিক টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে বর্তমান বিশ্বের নম্বর ওয়ান টেস্ট ব্যাটসম্যান এখন তিনি।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আশানুরূপ ফল অর্জন করতে ব্যর্থ বিরাট কোহলি। দুই ম্যাচ সিরিজের চার ইনিংসে দুটি অর্ধশতক অর্জন করেছেন তিনি। অন্যদিকে অ্যাশেজে ইনজুরিতে পড়ার আগে দুটি টেস্ট খেলেন স্মিথ। যাতে দুইটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতক হাঁকান। প্রথম টেস্টে ‘ব্যাক টু ব্যক’ সেঞ্চুরি হাঁকান স্মিথ। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৯২ রানের ইনিংস। ফলে রেটিংয়ে পিছিয়ে থাকা স্মিথ ফিরে পেয়েছেন হারানো রাজ্য।  অন্যদিকে কোহলি নেমে গেছেন দু’য়ে।

আরও পড়ুন :
চুল পড়া সমস্যায় সবচেয়ে কার্যকরী সমাধান
প্রতিদিন গড়ে ৬ জন ইসলাম গ্রহণ করছেন ব্রাজিলে

আইসিসি র‌্যাঙ্কিং বলছে শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯০৪। অন্যদিকে বিরাট কোহলি ৯০৩। মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। তালিকায় তৃতীয়তে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ৮৭৮। চতুর্থতে পূজারা এবং পঞ্চমে নিকোলাস। দুই জনের রেটিং ৮২৫ এবং ৭৪৯।

প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে আসেন স্মিথ। এবার কিং কোহলিকে সিংহাসনচ্যুত করলেন স্মিথ।

সেপ্টেম্বর৪, ২০১৯ at ০৭:৫৭:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ গোনি/ইআ