মাদক নারী শিশু ও পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

যশোরের চৌগাছায় মাদক নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবির সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার বড় কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে শাহাজাদপুর বিওপির আয়োজনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শাহাজাদপুর বিওপি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধূলিয়ানী ইউপির চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান।

এ সময় প্রধান অতিথি  মাদকের সুফল-কুফল সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবি কে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
হুমকি দিয়ে দাবী আদায় করতে চায় ইবি কর্মকর্তারা

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজের পরিচালনায় বক্তব্য রাখেন হাবিলদার আমজেদ হোসেন, উপসহকারি কৃর্ষি কর্মকর্তা বাদশাহ ফয়সাল, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার ফারুক হোসেন, ইউপি সদস্য সহিকুল ইসলাম, আব্দুর রশিদ, ফারুক হোসেন, গোলাম মোস্তফা, দিপ্তি রানী, নারগীস পারভীন । এ সময় বিজিবি সদস্য, শিক্ষক, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ০৩, ২০১৯ at ২১:১২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এম/কেএ