গ্রামীন সড়কের দুই ধারে বৃক্ষরোপন

নাটোরের লালপুরে সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে গ্রামীন সড়কের দুই ধারে বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওয়ালিয়ার মন্ডলপাড়া গোরস্থান হইতে ছোটজুলা পর্যন্ত গ্রামীন সড়কের দুই ধারে ৫ শতাধিক বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়। ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাষ্টারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

আরও পড়ুন:
অবশেষে মুক্তি পেল মিন্নি
শিক্ষক লিয়াকতের মৃত্যুতে সাবেক সাংসদ মনিরুলের আবেগঘন শোক প্রকাশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, লালপুর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর আলম সিদ্দিক, সাবেক শিক্ষক তফিজ উদ্দিন, ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান টুটুল। এসময় ওয়ালিয়া তরুণ সমাজর উপদেষ্টা মন্ডলীর সদস্য মোস্তফাবায়েজিদ কাদের নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য হাসিবুল ইসলাম, প্রচার সম্পাদক শফিউল আলম, সোহান আলীসহ সংগঠনের সদস্য ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ০৩, ২০১৯ at ১৮:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ