খালাস পেল রাবির ৩৪ শিক্ষার্থী

প্রায় পাঁচ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বর্ধিত বেতন ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স’ বিরোধী আন্দোলনে অংশ নেয়া মোট ৩৪ জন শিক্ষার্থীকে পুলিশের করা মামলা থেকে খালাস দিয়েছে রাজশাহীর অতিরিক্তি মহানগর দায়রা জজ আদালত। আজ বিকেলে রাজশাহীর অতিরিক্তি মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার আসামীদের দোষ প্রমানিত না হওয়ায় বেকুসুর খালাস দেন।
২০১৪ সালের ২ ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘঠিত ‘বর্ধিত বেতন ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স’ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলো রাজনৈতীক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা। মামলায় এই সংগঠন গুলোর এবং ছাত্র শিবিরের ৬ জন ও ছাত্রলীগের ১ জন সহ মোট ৩৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
এদিকে আন্দোলনে নেতৃত্বদানকারী সকলকে নিঃশর্ত মুক্তির দাবিতে সকালে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান ও সমাবেশ করেছে। ছাত্র নেতাদের বিরুদ্ধে ২০১৪ সালে দায়েরকৃত ৪ টি মামলার একটির রায় আজ মঙ্গলবার ঘোষণা হলো। আরও তিনটি মামলার কাজ এখনও প্রক্রিয়াধীন।
সেপ্টেম্বর ০৩, ২০১৯ at ১৬:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/কেএ