অভিন্ন নীতিমালা নিয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তি

গত ২৬ আগস্ট, ২০১৯ খ্রি. তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির জন্য প্রণীত অভিন্ন নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের একটি সভা ০১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয় এবং সেখানে সবার আলোচনায় এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, এই নীতিমালা দেশের উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ পরিপন্থী। এটি বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় মেধাবীরা আগ্রহ হারাবে বলেও আমাদের আশংকা। আরো উল্লেখ্য যে, এখানে শিক্ষকদের সুযোগ-সুবিধার কোন রূপরেখা ও নেই।

আরও পড়ুন :
চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনার জেরে উত্তেজিত জনতার বাসে আগুন
বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বিরোধী আন্দোলনের মামলায় নি:শর্ত মুক্তি দাবিতে মানববন্ধন

এমতাবস্থায়, উচ্চশিক্ষা বিনষ্টকারী এই অভিন্ন নীতিমালার প্রণয়েনের বিরুদ্ধে আমরা আমাদের দৃঢ় অবস্থান জানাই এবং শিক্ষদের স্বার্থ যাতে কোনভাবে ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

ড. মোঃ নাজমুল হাসান                                  ড. মোঃ ইকবাল কবীর জাহিদ
সাধারণ সম্পাদক                                           সভাপতি
শিক্ষক সমিতি-২০১৯                                      শিক্ষক সমিতি-২০১৯
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়               যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর।                                                           যশোর।

সেপ্টেম্বর ০৩, ২০১৯ at ১৫:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম