বিজিবিতে যুক্ত হলো হাইস্পীড ইঞ্জিন বোট

হাইস্পীড ইঞ্জিন বোট যুক্ত হয়েছে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নে। সোমবার সকালে নতুন স্পীড বোটের উদ্বোধন করেন রাজশাহী ১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। এ সময় বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, বিজিবির সদর দপ্তর থেকে একটি হাইস্পীড ইঞ্জিন বোট টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং একটি হাইস্পীড ইঞ্জিন বোট রাজশাহী ব্যাটালিয়নে (১ বিজিবি) বরাদ্দ দেয়। এই হাইস্পীড ইঞ্জিন বোট রাজশাহী ১ বিজিবিতে সংযোজন করায় প্রয়োগিক ও প্রশাসনিক কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবে।

আরও পড়ুন:
তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধি পরিবারের পাশে দাড়ালো বিএনপি
নামমাত্র ওয়াইফাই সেবা

তারা জানান, এই স্পীড বোটটি ৪০০ হর্স পাওয়ার এবং অতি দ্রুতগতি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্রে সুসজ্জিত। এর মধ্যে রয়েছে জিপিএস, কম্পাস এবং সাউন্ড সিস্টেম। এই স্পীড বোটটি পেয়ে অত্র ব্যাটালিয়নের সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে। এতে রাজশাহী সীমান্তে পদ্মা নদীতে চোরাচালান প্রতিরোধসহ অপারেশনাল কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। এছাড়াও জরুরী ভিত্তিতে পদ্মা নদীর অপর পার্শ্বে অবস্থিত চারটি বিওপি থেকে রোগী স্থানান্তর এবং অন্যান্য কাজে সহায়ক হবে বলেও জানান লেঃ কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

সেপ্টেম্বর ০২, ২০১৯ at ২১:২২:৩৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ