বিএসএফের ছোড়া বুলেটে ৫ জন আহত

রাজশাহীর চরখানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর রাবার বুলেটে অন্তত ১০ জন বাংলাদেশী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কাটাখালী থানাধিন চরখানপুর সীমান্তের ১৬৩/১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সুজন মিয়া (২২), সোহেল (২২), রবিউল (২৫), দুলাল মিয়া (৪০) এবং সুরুজ মিয়া (২০)। তারা সকলেই নগরীর কাটাখালী থানাধিন খানপুর গ্রামের বাসিন্দা। আহতরা জানান, সকালে তারা বাংলাদেশের সীমানার ভেতরেই জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা ট্রাকে যোগে এসে তাদের ওপর অতর্কিতভাবে শর্টগানের রাবার বুলেট ছুঁড়তে শুরু করেন।

আরও পড়ুন:
৩৬ বোতল ফেনসিডিলসহ আটক ২
ডেঙ্গু প্রতিরোধে নিধি স্পেটিং ক্লাবের পক্ষ থেকে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যারাসল প্রদান

 

আতঙ্কিত হয়ে তারা ছুঁটতে শুরু করেন। গুলিতে আহত হন অন্তত ১০ জন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে এসে কৃষি উপকরনগুলো নিয়ে যায়। রাজশাহী বিজিবির ১ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, খানপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের কয়েকজন গ্রামবাসী ঘাস কাটতে ভারতের সীমানায় চলে যান। এ সময় বিএসএফ তাদের তাড়া করলে গ্রামবাসীরা সংঘবন্ধ হয়ে দা হাসুয়া বিএসএফকে লক্ষ করে ছোড়ে। এসময় তাদের রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় বিএসএফ। এতে রাবার বুলেট বিদ্ধ হয়ে ৫জন আহত হন। তিনি আরো জানান, বিজিবি এঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। তারা বলেছে, গ্রামবাসীর আক্রমনে তারা আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সেপ্টেম্বর ০২, ২০১৯ at ২০:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ