মোবাইল ফোন সেবা বন্ধ রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল ফোন সেবা বন্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, মন্ত্রীর এমন আদেশের পর সোমবার দেশের সব মোবাইল ফোন অপারেটরকে আগামী সাত দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সবধরনের সিমকার্ড বিক্রি বন্ধ এবং মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

আরও পড়ুন:
৩৬ বোতল ফেনসিডিলসহ আটক ২
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রির মাধ্যমে মোবাইল ফোন সেবা দেওয়ার অভিযোগের ওপর ভিত্তি করে এ নির্দেশনা দেওয়া হলো।

প্রসঙ্গত, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা এসব মিয়ানমারের নাগরিকের কাছে সিম কার্ড বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।

সেপ্টেম্বর ২, ২০১৯ at ২১:২০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম