বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় সজিব (১৭) নামের এক যুবকের ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সজিব নাটোরের লালপুরের নাগপোষা গ্রামের বাবর আলীর ছেলে।

আরও পড়ুন:
এমপির বিরুদ্ধে চক্রান্তমুলক মিথ্যা ভিডিও প্রচারের নিন্দা জানিয়ে মানববন্ধন
তিন দফা দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সজিব রাজশাহীতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বৈদ্যুতিক কাজ করতেন। গত ৩১ আগস্ট রাজশাহী কোর্ট এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩ দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে সজিবের মৃত্যু হয়।

সেপ্টেম্বর ০২, ২০১৯ at ২০:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ