পুলিশ প্রশাসনের ব্যপক রত বদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি), গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি), গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
    সেপ্টেম্বর ০২, ২০১৯ at ১৮:০৭:৩০ (GMT+06)
    দেশদর্পণ/আহা/আক/এএমে/আজা