কেশবপুরে ২দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন, সাতবাড়িয়া ইউনিয়নের সামছুদ্দীন অটিস্টিক, প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় এবং যশোরের প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধীদের জন্য ২দিন ব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সামছুদ্দীন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে সোমবার সকালে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার।

আরও পড়ুন :
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগ
কলেজছাত্রীর আত্মহত্যা

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মুনা আফরিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মইনুর হোসেন, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন ও মাসুম বিল্লাহ। চিকিৎসা সেবা প্রদান করেন যশোর জেলা ফিজিওথেরাপী কনস্যালটেন্ট ডাঃ বাপ্পী সুব্রত, আবু রায়ান ও সহকারী থেরাপী রবিউল ইসলাম।

সেপ্টেম্বর ০২, ২০১৯ at ১৬:৪৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএমে/আজা