সেপ্টেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন :
বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা
সন্তানের পরীক্ষা ভীতি কাটানোর উপায়

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির গণমাধ্যমকে জানায়, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের চিন্তা করা হচ্ছে। চারটি ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হলেও সব জেলায় একত্রে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ মে প্রথম ধাপ, ৩১ মে দ্বিতীয় ধাপ, ২১ জুন তৃতীয় ধাপ এবং ২৮ জুন চতুর্থ ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়।

সেপ্টেম্বর২, ২০১৯ at ০৮:২২:২৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ গোনি/ইআ