এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির মতবিনিময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-রশিদ আসকারীর নেতৃত্বে পনের সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক, গ্রুপ ক্যাপ্টেন মোঃ জহির উদ্দিন, ডিন, ফ্যাকাল্টি অব এভিএন ম্যানেজমেন্ট, উইং কমান্ডার মোহাম্মদ হারুনুর রশিদ এডি, রেজিস্ট্রার এবং স্কোয়াড্রন লিডার কামরুল হাসান বারী স্টাফ অফিসার টু উপস্থিত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ফলিত রসায়ন ও কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, আইন বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য মোঃ আনিচুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারঃ) মোঃ আলিমুজ্জামান টুটুল, হিসাব পরিচালক (ভারঃ) মোঃ ছিদ্দিক উল্লাহ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
শার্শায় বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার ড. মোঃ নওয়াব আলী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্কের এক নতুন ম্ত্রাার সূচনা হলো। এতে করে একাডেমিক্যাল ও প্রশাসনিকসহ সকল বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সাহায্য সহযোগীতা করবে। এছাড়া স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।

সেপ্টেম্বর ০১, ২০১৯ at ১৮:৫৫:৩৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএন/কেএ