বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধা

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাধার মুখে পরে সেখান থেকে মিছিলটি আবারও  তাদের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তারা বলেন,অবৈধ মিথ্যা মামলা দিয়ে এই সরকার বেগম খালেদা জিয়াকে জেলে বন্ধী করে রেখেছে। যা বাংলাদেশের জনগন মেনে নিবে না। অবিচার জুলুম বন্ধ করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হব। আমরা বেগম জিয়ার নিঃসর্থ মুক্তি চাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিএনপির নেতারা।
সেপ্টেম্বর ০১, ২০১৯ at ১৪:৩২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ