সায়েন্স ল্যাবে বোমা বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে গতকাল শনিবার রাতে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল রাতে এ হামলার পরই যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স এক টুইটবার্তায় এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন ও ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম আহত হন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) শের আলম জানিয়েছেন।

আরও পড়ুন :
লাদেনের ভাতিজি জনপ্রিয় মডেল
অস্ত্র ও ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা গ্রেফতার

শের আলম এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় আহত এসআই শাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত ছাড়া এর বেশি কিছু বলা সম্ভব না।

এসআই শাহাবুদ্দিন সম্ভবত সরকারের একজনের মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানান শের আলম।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া গতকাল বলেন, বোমা না ককটেল, কী বিস্ফোরিত হয়ে তাঁরা আহত হয়েছেন, তা বলা যাচ্ছে না। ওই বিস্ফোরণে এসআই শাহাবুদ্দিনের দুই হাঁটুর নিচে জখম হয়েছে। তিনি ঢামেকে ভর্তি আছেন। কনস্টেবল আমিনুল ইসলাম হাতের আঙুলে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর ০১, ২০১৯ at ১২:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম