আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত দ্বিতীয় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ এবং প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল শুরু হচ্ছে আজ । এবারের টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে টাঙ্গাইল থেকে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আরও পড়ুন :
তৈলাক্ত ত্বকের ঘরোয়া পরিচর্যা
স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত হবে রোবট

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ফুটবলের জাগরণ ফিরিয়ে আনতে চাই। আগামীতে আমরা আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টও করবো।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে দেশে ফুটবলার তৈরির পাইপলাইন তৈরি হবে। আমরা এখান থেকে প্রতিভা পেলে তাদের নার্সিং করা হবে। তা ১০০ জন হলে ১০০ জন, ১ জন হলে একজন। আর একজন প্রতিভাবান খেলোয়াড় না পেলে বাছাই করা হবে না। লোক দেখানো কোনো কিছু না করাই ভালো।

সেপ্টেম্বর১, ২০১৯ at ০৭:৫৯:৩৫(GMT+06)
দেশদর্পণ/আহা/ জুবা/ইআ