তৈলাক্ত ত্বকের ঘরোয়া পরিচর্যা

ত্বক নিয়ে মানুষের জীবনে সমস্যার শেষ নেই। তা সে তৈলাক্ত ত্বকই হোক, আর শুষ্ক। তবে তৈলাক্ত ত্বকে সমস্যা বেশি। আর স্পর্শকাতর ত্বক হলে তো কথাই নেই। কী মাখবেন বা ত্বক পরিচর্যায় কী ব্যবহার করবেন তা ঠিক করতেই কালঘাম ছোটে। ত্বক বিশেষজ্ঞদের মতে জল নির্ভর প্রসাধনী বা ওয়াটার বেসড প্রোডাক্ট তৈলাক্ত ত্বকের উপযোগী। এছাড়া ঘরোয়া কিছু পদ্ধতিও জানান হল।

আরও পড়ুন :
স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত হবে রোবট
সরকার চিনি শিল্প বিক্রি হতে দেবে না

হলুদের ব্যবহার: এক চিমটি হলুদ এবং চন্দন মিশিয়ে জল সামান্য জল দিয়ে পেস্ট বানান। মুখে মেখে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

গোলাপ জল ও চন্দনের গুঁড়ো: চন্দনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন।

দারচিনি ও লেবুর রস: দারচিনির গুঁড়োর সঙ্গে সামান্য লেবুর রস এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি প্রতিদিন ব্রণ’র উপর লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ও গোলাপ জল: মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করতে হবে। প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন ভাল করে। এই মিশ্রণ ব্রণ কমাতে এবং দাগ দূর করতে সাহায্য করে।

সেপ্টেম্বর১, ২০১৯ at ০৭:২৮:২৩(GMT+06)
দেশদর্পণ/আহা/ জুবা/ইআ