স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত হবে রোবট

স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণ। বিশেষ করে ‌‘ব্রেইন স্টোক’ বা মস্তিষ্কে রক্তক্ষরণ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় চিকিৎসা বিজ্ঞানে এখনও দ্রুত কোনো ব্যবস্থা নেই। যে কারণে স্ট্রোকে বেশিরভাগ রোগী শারীরিক প্রতিবন্ধী অথবা মৃত্যুর মতো ঘটনা ঘটে। এবার সেই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার উপযোগী রোবট তৈরি করেছেন তারা।

আরও পড়ুন :
সরকার চিনি শিল্প বিক্রি হতে দেবে না
রাজশাহীতে বেপরোয়া ছিনতাইকারীচক্র

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেদের তৈরি সুতার মতো পাতলা রোবট মস্তিষ্কে পাতলা শিরার মধ্যে দিয়ে যেতে পারে। চুম্বক শক্তিতে এ রোবট নড়াচড়া করানো যায়। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা–সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘সায়েন্স রোবটিকস’ সাময়িকীতে।

নিবন্ধে বলা হয়েছে, চুম্বক শক্তিতে নিয়ন্ত্রিত ডিভাইসটি একদিন স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার চিকিৎসায় ব্যবহার করা যাবে।

সেপ্টেম্বর১, ২০১৯ at ০৭:১৮:৩৬(GMT+06)
দেশদর্পণ/আহা/ জুবা/ইআ