বাস ও লেগুনা সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- আসাদুজ্জামান (৩৫), শিমুল (২৫), কাজল (২২), সাদ্দাম (২৫), আমেনা বেগম (৩০), সূজন (২৫), মাখন দাস (৫০), প্রফুল্ল দাস (৪০)সহ ১০ জন।

আরও পড়ুন:
দেশীয় ঢাল উদ্ধার-গ্রেফতার এক জন
পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালেন

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আগস্ট ৩১, ২০১৯ at ২০:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ