‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে দু’দিন ব্যাপী ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাটকের প্রদর্শণ করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকির গ্রন্থনা ও পরিকল্পনায় অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের প্রযোজনায় এ নাটক পরিবেশিত হয়।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানেই মুক্তি’ আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ, বঞ্চনা, দ্রোহ ও মুজিব স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মুল উপপাদ্য। নাটকে অংকুর নাট্য একাডেমির ৩০ জন নাট্যকর্মী অংশ নেয়।
মন্ত্রমুগ্ধের মতো এ নাটক উপভোগ করেন আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অতিথিরা। এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগস্ট ৩১, ২০১৯ at ১৮:৩২:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএইচ/কেএ