জামে মসজিদ মার্কেটের অবৈধ দখলদার উচ্ছেদের দাবীতে মানববন্ধন

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া জামে মসজিদের জমিতে অবস্থিত দোকানঘর জোর করে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুসল্লিসহ এলাকাবাসি গতকাল ৩০ আগস্ট বাদ জুম্মা মসজিদের সামনের রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

এ সময় বক্তাগণ বলেনপার্শ্ববর্তি গাংনী উপজেলার চাঁদপুরের আজিজুল হকের ছেলে লাভলুএকই গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে আল আমিনভাংবাড়িয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আব্দুল জলিল ও তার ভাই রবিউল ইসলাম ১৯৮৪ সাল থেকে মাত্র দেড়শ টাকা মাসিক ভাড়ার বিনিময়ে মসজিদের ৫টি দোকানঘর এ যাবত পর্যন্ত দখল করে রেখেছে

অথচ মসজিদের দোকানঘরের পাশের দোকানঘরের বর্তমান মাসিক ভাড়া ৩ হাজার টাকা করে। পুরাতন দোকানঘর ভেঙ্গে সেখানে আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত সম্প্রতি মসজিদ কমিটি ও এলাকাবাসি যৌথভাবে গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত মোতাবেক মসজিদের দোকানঘর ভাড়া নিয়ে যারা ব্যবসা করছেনতাদেরকে দোকানঘর ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। এমনকি নতুন মার্কেট নির্মিত হলে সেখানে দোকান বরাদ্ধের ব্যাপারে পুরাতনদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপরও তারা মসজিদের দোকানঘর ছেড়ে দিতে রাজি হচ্ছে না

বরং সকলের অনুরোধ উপেক্ষা করে এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ পদদলিত করে নাম মাত্র টাকায় দোকানঘর জোরপূর্বক দখলে রেখেছে। এমন পরিস্থিতিতে মুসল্লিসহ হাটবোয়ালিয়া এলাকাবাসি জোরপূর্বক দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এ মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ মানববন্ধন থেকে অনাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসি।
এ মানববন্ধনে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাটবোয়ালিয়া জামে মসজিদের সভাপতি রবিউল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা, হাটবোয়ালিয়া জামে মসজিদ মার্কেট নির্মাণ কমিটির সভাপতি রফিকুল হুদা, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, হাজী হবিবর রহমান, হাজী আব্দুল কাদের, আব্দুল লতিফ, জামিরুল ইসলাম, আব্দুস সাত্তার, মেহেরপুর পল্লী বিদ্যূত সমিতির সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, আব্দুল রব্বান, আহাদ আলী, আব্দুস সামাদ, এনামুল হক শিলু, আহাম্মদ মন্ডল, রিপন মেম্বর, জাহিদুর রহমান টিটু, জাকির হোসেন, আব্দুস সালাম, লাল্টু প্রমুখ। 
আগস্ট ৩১, ২০১৯ at ১৭:৩৯:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ