যে কিংবদন্তীর পরামর্শে বদলে গেছেন সাকিব

বিশ্বকাপে অন্যতম সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট নেন তিনি। ক্যারিয়ারের সেরা সময়টা ইংল্যান্ড বিশ্বকাপেই কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন 😐
স্বাধীন পতাকা পেলো মুসলিম অঞ্চল বাংসামোরো
বাংলাদেশের ছবিতে বলিউডের শ্রদ্ধা কাপুর

বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হলেও নিজেকে অনন্য উচ্চতায় তোলেন সাকিব। দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে গড়েন একাধিক বিশ্বরেকর্ড। ব্যাটিং-বোলিং রেকর্ডে পেছনে ফেলেন বিশ্বের কয়েকজন রথী-মহারথীকে।

আর এতসব সাফল্য এসেছে শ্রীলংকা কিংবন্দন্তি কুমার সাঙ্গাকারার পরামর্শে। বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিবের বদলে যাওয়ার পেছনে যেমন ছিল কঠোর পরিশ্রম, তেমন সাঙ্গার পরামর্শও বড় ভূমিকা রাখে। মাঠে তাকে সম্পূর্ণ নির্ভার থাকার পরামর্শ দেন লংকান লিজেন্ড।

সদ্য দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এসব নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব। তিনি বলেন, সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছি। গত বছর সে কাউন্টিতে প্রচুর রান করেছে। কীভাবে করল, সেসব জেনেছি। এমসিসির মিটিংয়ে সাঙ্গা আমাকে বলেন, যত তুমি সতেজ থাকবে, নির্ভার থাকবে, তত ভালো হবে। পাগলের মতো অনুশীলন করার দরকার নেই। যদি ভালো খেল, সময়টা উপভোগ করে। ঘুরো ফিরো মজা করো। শুধু খেলার সময়টায় পূর্ণ মনোযোগ দেবে। বোলিং নিয়েও এভাবে কাজ করার চেষ্টা করেছি।

এখন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাকিব। দায়িত্ব দেয়া হলে ওয়ানডে নেতৃত্বও নেবেন তিনি। তবে নিজ থেকে কোনোটিতে ততটা আগ্রহ নেই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আগস্ট৩১, ২০১৯ at ০৯:১৭:৩৭(GMT+06)
দেশদর্পণ/আহা/জুবা/ইআ