‘সুনামগঞ্জ প্রেসক্লাব’ এর আর শাখা নেই: সভাপতি ও সম্পাদক

সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত ‘সুনামগঞ্জ প্রেসক্লাব’ এর আর শাখা নেই বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানা বিবৃতিতে যৌথ স্বাক্ষর করেছেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ।

আরও পড়ুন:
বঙ্গবন্ধু বইমেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী শেষে পুরুষ্কার বিতরন
নাভারণ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শফিউদ্দিন স্যার আর নেই

এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন,সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আব্দুল হাইয়ের হাত ধরে গণমাধ্যমকর্মীদের কল্যাণে ১৯৬২ সালে সুনামগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে শহরের উকিলপাড়া এলাকায় প্রয়াত জাতীয় নেতা আলহাজ আব্দুস সামাদ আজাদের অনুদানে প্রেসক্লাবের ভবন নির্মিত হয়। ক্লাবের নেতৃত্ব দেন প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী প্রমুখ।

আগস্ট ৩০, ২০১৯ at ২২:১৪:১০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ